Posted in

নিউ ইয়র্কের লিমেরিক


১. একুশ
 
জমাট সাদা তুষার কি ভাষাহীন
সমস্ত শহরটা অবাক রঙিন!
হু হু করে বুক
শীতার্ত অসুখ,
স্মৃতিতে একুশ স্থির অমলীন ।

– ২১.০২.২০২৪, নিউ ইয়র্ক।


২. রাত

কুইন্সের ক্লিসে জীবন আলোকিত
তুষারে সে প্রেম প্রতিফলিত।
বাঁধাহীন এ মন
এক রাত্রি যাপন,
অকাট আনন্দের মৃত্যু ঘোষিত।

– ২৪.০২.২০২৪, নিউ ইয়র্ক।


৩. বসন্ত

শহরের ঠাণ্ডা মধ্যরাতে,
তুষার নাচে সবুজ বসন্তে,
পথ চলে ধূ ধূ,
অস্তিত্বের মধু,
রহস্য রোমাঞ্চ গোপনে।

১৮.০২.২০২৪, নিউ ইয়র্ক।




৪. বৈশাখ

জলজ কণ্ঠে ভোরের নিঃশ্বাসে
ফেরারী সবুজ আজো বিশ্বাসে,
বসন্তে বৈশাখ?
শীতার্ত এ প্রবাস!
জীবন যেমন রঙিন উল্লাসে।

– ১৪.০৪.২০২৪, নিউইয়র্ক।


৫. সেমেটারি

অপার মৌনতায় অন্ধকার ঘর,
কে আপন, স্বজনের চেয়ে পর?
ওহে ঘুণপোকা
একলাটি বোকা!
তথাপি জঙ্গল আপন অধিকতর।

– ২৩.০৩.২০২৪, নিউ ইয়র্ক।